বগুড়ার শাজাহানপুরে বৃষ্টির জমে থাকা পানিতে খেলতে গিয়ে ড্রেনের পাইপের মধ্যে পড়ে ফাইম বাবু (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামে। ফাইম ওই এলাকার সোহেল রানার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফাইম ও আরেক শিশু বাড়ির কাছে একটি ফাঁকা জমিতে বৃষ্টির জমে থাকা পানিতে খেলছিল। খেলার একপর্যায়ে হঠাৎ ফাইমের পা পিছলে ড্রেনের মধ্যে পড়ে যায়। সঙ্গে থাকা শিশুটি দ্রুত ফাইমের পরিবারকে জানালে তারা স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে।