রাঙ্গামাটিতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে বিজয় তঞ্চঙ্গ্যা (৩৫) নামে এক ব্যক্তিকে ১৫ বছর এবং অবৈধ গুলি রাখার জন্য ৭ বছর সশ্রম কারাদ দিয়েছেন আদালত। গতকাল রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক আহসান তারেক এই রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালে ৭ জুলাই কাপ্তাই উপজেলায় ভালুকিয়া মধ্য পাড়া এলাকায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে।
এ সময় বিজয় তঞ্চঙ্গ্যাকে তার নিজ ঘর থেকে একটি এলজি ও চারটি কার্তুজসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কাপ্তাই চন্দ্রঘোনা থানার এসআই মাহফুজুর ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।