নড়াইলে গতকাল জমির বিরোধে বাবা ও ছেলে খুন হয়েছেন। দিনাজপুরে ভ্যানচালক ও নোয়াখালীতে মাদরাসা ছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর-
নড়াইল : জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে জমির বিরোধে বাবা জাহাঙ্গীর শেখ (৬১) এবং ছেলে নাহিদ শেখকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এসময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বেলা ১১টার দিকে বাহিরপাড়া গ্রামের বিলে এ ঘটনা ঘটে। এতে জড়িত অভিযোগে পুলিশ কবির শেখ (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে। লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দিনাজপুর : জেলার বিরলে চালক আসাদুল ইসলামকে (৩৫) হত্যা করে ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বিরল উপজেলার ধামইর ইউনিয়নের মাটিয়ান গ্রামের মাটিয়ান দীঘির পাশের রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আসাদুলের বাড়ি যুগীহারী খাড়িপাড়া গ্রামে। নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ী থেকে নিখোঁজের তিন দিন পর গতকাল সাহাদাত হোসেন সজিব (১৪) নামে এক মাদরাসা ছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মো. রনি (১৭) নামে আরেক মাদরাসা ছাত্রকে আটক করেছে।
গতকাল উপজেলার বরাগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর গ্রামের রুহুল আমিন ড্রাইভারের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম বলেন, সজিবের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সাহাদাত হোসেন সজিব কাশিপুর গ্রামের লস্কর বাড়ির মৃত শওকত আলীর ছেলে। সে কাশিপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।