ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের আবদুলাহপুর ভাওয়ারভিটি এলাকার একটি ঝোপের ভিতর থেকে শামীম আহমেদ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বোনকে মারধরের প্রতিবাদ করায় দুলাভাই পূর্বপরিকল্পিতভাবে শামীমকে হত্যা করেছে বলে দাবি শামীমের বাবার। শামীম দক্ষিণ কেরানীগঞ্জের মিরেরবাগ এলাকার জজ মিয়ার ছেলে। নিহতের বাবা জানান, শুক্রবার রাতে তার মেয়ের জামাই শামীমকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। গতকাল এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ভাওয়ারভিটির ঝোপে ছেলের লাশ শনাক্ত করি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আক্তার হোসেন বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে।