ভারতে যাওয়ার সময় যশোরে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন আবদুস সামাদ আজাদ নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। গতকাল সকালে তাকে আটক করা হয়। আজাদ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং সদর থানার আকিব আলীর ছেলে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, বেলা ১১টার দিকে তার পাসপোর্টটি ডেস্ক-এ জমা দিলে যাচাইবাছাই করে তাকে আটক করা হয়। তার নামে মৌলভীবাজার সদর থানায় সাতটি মামলা রয়েছে। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন, তার নামে মৌলভীবাজার থানায় সাতটি মামলা রয়েছে। তাই তাকে মৌলভীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা করা হবে।