গোপালগঞ্জে নদীতে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দি ও নড়াইলে ঘরে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাওয়া গেছে অজ্ঞাত নারীর মৃতদেহ। প্রতিনিধিদের পাঠানো খবর-
গোপালগঞ্জ : মধুমতী নদী থেকে বুকে বস্তা বাঁধা পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল চরমানিকদাহ গ্রামসংলগ্ন নদীতে লাশটি পাওয়া যায়। এসআই আইয়ুব হোসেন জানান, লাশের মাথা ও হাত-পায়ের অংশবিশেষ পাওয়া যায়নি। মৃতদেহ পচেগলে যাওয়ায় পুরুষ না মহিলা তাও বোঝার উপায় নেই।
নড়াইল : জেলা সদরে বুধবার রাতে ঘর থেকে মাধবী বিশ্বাস (৩৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী হীরামণ ও সতীন সুদেবী পলাতক।
সোনারগাঁ : উপজেলার মারীখালি নদ থেকে গতকাল অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৬ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।