মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করেছে জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। গতকাল দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনি এলাকায় জিটিসি চ্যারিটি হোমে এ অর্থ প্রদান করা হয়। জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসির নির্বাহী পরিচালক মো. জাবেদ সিদ্দিকীর পক্ষে উপমহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন এ অর্থ দেন। উপস্থিত ছিলেন মেজর (অব.) মো. রুহুল আমীন।