পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চলছে ভেজাল জ্বালানি তেলের রমরমা বাণিজ্য। অভিযোগ রয়েছে ওই এলাকায় প্রতিষ্ঠিত মাহি পেট্রোল পাম্প থেকে সরবরাহ করা হচ্ছে এ ভেজাল তেল। স্থানীয়রা বলছেন এক যুগ ধরে এই পাম্প থেকে ভেজাল তেল বিক্রি হচ্ছে। এখানকার পেট্রোল, ডিজেল থেকে দুর্গন্ধ বের হয়। এই তেল ব্যবহার করে অনেকের যানবাহন অল্প সময়েই বিকল হয়ে গেছে। অনেকে বলছেন তেল মাপেও কম দেওয়া হয়। পাম্প দেখাশোনার দায়িত্বে থাকা রুনা আক্তার বলেন, বালিয়াডাঙ্গিতে আমাদের আরেকটি পাম্প আছে। সেখানে সব কাগজপত্র আছে। ভেজাল তেল বিক্রি করা হয় না। যারা অভিযোগ করেছেন তারা মিথ্যা বলেছেন। আটোয়ারী ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, পাম্পটির ব্যাপারে আমরা তদন্ত করব। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, পতিত সরকারের ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলামের ছত্রছায়ায় এই পাম্প অবৈধভাবে পরিচালিত হতো। গত মাসে ভেজাল তেল সরবরাহের অভিযোগে ভোক্তা অধিকারও পাম্পটিকে জরিমানাও করে। তবু বন্ধ হয়নি ভেজাল তেল বিক্রি। পাম্পটির বিস্ফোরক ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেই। পাম্প কর্তৃপক্ষ বলেছে, তারা পদ্মা ওয়েল কোম্পানির পার্বতীপুর ডিপো থেকে স্যাম্পলসহ ভেজালমুক্ত জ্বালানি তেল কেনেন। পরে আটোয়ারীর বিভিন্ন যানবাহন এবং খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন। পাম্পের ম্যানেজার আল আমিন জানান, একই মালিকানার আরেকটি পাম্প ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় রয়েছে। ওই পাম্প থেকে এই পাম্পে তেল পাঠানো হয়। দুুটি পাম্পের মালিকই আওয়ামী লীগ নেতা দবিরুল এমপির ছোট ভাই মোহম্মদ আলী।
শিরোনাম
- ব্র্যাডম্যান-গাভাস্কারের পাশে গিল
- চিত্রনায়ক জসিমের ছেলে সংগীত শিল্পী রাতুল আর নেই
- গোপালগঞ্জে চুরির অভিযোগে কারারক্ষী গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ মহিলা লীগ নেত্রী গ্রেফতার
- এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপি : সালাহউদ্দিন
- নৈশপ্রহরীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ও হাত-পা বেঁধে ডাকাতি, গ্রেফতার ২
- স্বাস্থ্যখাতের টেকসই সংস্কারে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা
- মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের পোষ্য শিক্ষাবৃত্তি পেলেন ১৬৭ জন শিক্ষার্থী
- বগুড়ায় ট্রেনের ধাক্কায় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু
- পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন
- বরিশালে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
- সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : নবীউল্লাহ নবী
- ইসির ৭১ কর্মকর্তা বদলি
- এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকবেন, একমত সব দল
- ৪৮তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা
- পুলিশ ক্লিয়ারেন্স পেতে ঘুষ দাবির অভিযোগ, কনস্টেবল ক্লোজড
- সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
- কচুরিপানার চাপে ভেঙে গেল বাঁশের সেতু, দুর্ভোগে হাজারো মানুষ
- কুমিল্লা অঞ্চলে খালি দেড় লাখ আসন, বন্ধ হতে পারে অনেক কলেজ