রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘বিজয় ৭১’ ঢাকা পড়েছে ফেস্টুন-পোস্টারে। লাতাপাতায় ভরে গেছে ভিতরের অংশ। ভাস্কর্যের সৌন্দর্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। ঢাকা-খুলনা মহাড়কের সঙ্গে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের সংযোগস্থল গোয়ালন্দ মোড়। ২০১৫ সালে জেলা পরিষদের অর্থায়নে এখানে ভাস্কর্যটি নির্মাণ করা হয়। নকশা করেন চিত্রশিল্পী গোলাম আলী। তিনি বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে ভাস্কর্যে। মুক্তিযুদ্ধের সহায়তাকারী এক গৃহিণীসহ দুই কৃষকের বিরত্বগাথা তুলে ধরা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ভাস্কর্যের চারপাশে বিভিন্ন রাজনৈতিক দলের শুভেচ্ছা ফেস্টুন, ডাক্তারদের চিকিৎসা-সংক্রান্ত এবং বিভিন্ন নার্সিং ইনস্টিটিউশনে ভর্তির পোস্টার। স্থানীয়রা জানান, মুক্তিযুদ্ধের ভাস্কর্য এভাবে পোস্টার-ফেস্টুন দিয়ে ঢেকে ফেলা দুঃখজনক। গোয়ালন্দ মোড় দিয়ে ২১ জেলার মানুষ যাতায়াত করেন। ভাস্কর্যে ফেস্টুনগুলো না থাকলে সৌন্দর্য বৃদ্ধি পেত। বাইরের জেলার মানুষ আমাদের রুচি এই গোয়ালন্দ মোড়ের অবস্থা দেখেই ধারণা করতে পারছেন।
রাজবাড়ীর একজন বাসচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, গোয়ালন্দের মোড়ের ভাস্কর্যের বেদি পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে। এগুলোর কারণে দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের উচিত দ্রুত এসব সরিয়ে ফেলা। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক বলেন, পোস্টার লাগানোর ক্ষেত্রে বিধিবিধান রয়েছে। গোয়ালন্দ মোড়ের পোস্টার-সাইনবোর্ড অপসারণে ব্যবস্থা নেওয়া হবে।