হবিগঞ্জে ৭০ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক, গরু এবং চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত তিন দিনে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর, তেলিয়াপাড়া এবং চুনারুঘাটে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।