জেলার হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ রাস্তার বেহাল দশা। এতে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। বর্ষাকালে এ দুর্ভোগ চরমে ওঠে।
সংশ্লিষ্টরা জানান, উপজেলার খট্টামাধবপাড়া, বোয়ালদার ও আলীহাট ইউনিয়নে ৬৩টি রাস্তা রয়েছে। এর দৈর্ঘ্য ১৪২ কিলোমিটার। এর ৬৬ কিলোমিটার রাস্তা এখনো কাঁচা। এর সবই বেহাল স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাগুলো সংস্কার না হওয়ায় খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতা সেখানকার জনজীবন দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করছে। এসব রাস্তা দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, দিনমজুরসহ হাজারো মানুষ যাতায়াত করে থাকেন। ভ্যান, অটোরিকশা ও ইজিবাইকচালকরা ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শুকনো মৌসুমে চলাচল কিছুটা করা গেলেও বর্ষা মৌসুমে এ রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
আবদুর রহিমসহ কয়েকজন বলেন, এ রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় বিকল্প রুটে যেতে হয়। এতে সময় ও খরচ দুটোই বেশি লাগে। ফসল নিয়ে বাজারে যেতে দ্বিগুণ ভাড়া গুনতে হয়। ধান, চাল বা সবজি বিক্রি করে লাভ থাকে না। কাদার কারণে শিক্ষার্থীরা স্কুলে যেতে ভয় পায়। দীর্ঘদিন ধরে বারবার স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেও কাজ হচ্ছে না।
হাকিমপুর উপজেলা প্রকৌশলী আহছান হাবীব বলেন, উপজেলার তিনটি ইউনিয়নে ৬৩টি রাস্তা রয়েছে। যার দৈর্ঘ্য ১৪২ কিলোমিটার। এর মধ্যে পাকা করা হয়েছে ৭৬ কিলোমিটার। বাকিগুলো কাঁচা (মাটি) অবস্থায় আছে। রাস্তাগুলো আমরা ইতোমধ্যে পরিদর্শন করেছি। আগামী অর্থবছরে টেন্ডার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশাবাদী। এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।