গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে হামলার ঘটনায় আরও একটি মামলা হয়েছে। এতে ৫ হাজার ৪৪৭ জনকে আসামি করা হয়। সোমবার সদর থানার পরিদর্শক মো. মতিয়ার মোল্লা বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই এনসিপির সমাবেশে হামলা ও ককটেল নিক্ষেপ, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এসব ঘটনায় এর আগে সদর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানায় ১ হাজার ১৩৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৪ হাজার ৫০০ জনকে আসামি করে মামলা হয়।