গাজীপুরের টঙ্গীতে সোমবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ নয়জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- টঙ্গী দত্তপাড়া শ্রমিক লীগের সভাপতি এম এ কাশেম মোল্লা, মনিরুল ইসলাম মনু, মনির হোসেন, গাজী ইকবার, নজরুল ইসলাম সুজন, শিখা আক্তার শিল্পী, বাচ্চু মিয়া, বিদ্যুৎ শিকদার ও হারুনুর রশিদ।
পুলিশ জানায়, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকাল দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।