পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আল হাবিব (৬) নামে এক শিশুকে মাথায়-পিঠে আঘাত ও শ্বাসরোধে হত্যার পর ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের বাথরুমে ফেলে রাখার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে শিলাইকুঠি বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু মুসা বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। আল হাবিব উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি গ্রামের ইলেকট্রনিক মিস্ত্রি মো. আশরাফুল ইসলামের একমাত্র ছেলে।
নিহতের মা হ্যাপী আক্তার বলেন, বিকালে শিলাইকুঠি মাদরাসা মাঠে খেলতে গিয়েছিল হাবিব। আসর নামাজের পর থেকেই ছেলের খোঁজ করতে থাকি। রাত ৮টার পরে তার লাশ পড়ে থাকার খবর জানতে পারি। স্থানীয়রা জানায়, আল-হাবিবের মাথায় আঘাতের চিহ্ন ও গলায় তার পরনের শার্ট প্যাঁচানো ছিল।