জুলাই বিপ্লব উপলক্ষে গতকাল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে তারুণ্যের মাঝে রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। ব্রির পরিচালক ড. রফিকুল ইসলাম, ড. মুন্নুজান খানম, কৃষিতত্ত্ব বিভাগের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মো. আদিল বাদশাহ, বিভিন্ন বিভাগ ও শাখা প্রধান উপস্থিত ছিলেন।