রংপুর নগরীর দক্ষিণ মুলাটোল এলাকায় ভূমি অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী আনজুমান বানুকে (৬৫) হত্যার দায়ে আরমান আলী (৩২) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় দেন। মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৯ মে মুলাটোল এলাকার নিজ বাসায় আনজুুমান বানুকে কুপিয়ে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। এ ঘটনায় নিহতের জামাতা এনায়েত হোসেন মোহন মহানগর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। জিজ্ঞাসাবাদে আরমান হত্যাকাণ্ডেরর কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। পাঁচ বছর ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে গতকাল বিচারক এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল হাদি বেলাল বলেন, আদালত যে রায় দিয়েছেন, তা ন্যায়বিচারের একটি মাইলফলক। এতে আইনের শাসনের প্রতি আস্থার জায়গা আরও মজবুত করবে।