শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার চর জালালপুর এলাকায় মেঘনা নদীর তীরবর্তী প্রায় ২০ হাজার মানুষের বসবাস। এখানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও স্থায়ীভাবে বেরিবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাওলপুর ইউনিয়ন শাখা ও এলাকাবাসী।
আজ শনিবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাওলপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয়রা জানান, আলাওলপুর ইউনিয়নের চরজালালপুর মৌজার কয়েকশ বিঘা ফসলি জমি এবং কয়েক হাজার পরিবারের ভিটেমাটি ইতোমধ্যে মেঘনা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিবছর বর্ষা মৌসুমে অসংখ্য পরিবার ভিটেমাটি হারায় এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসা নদীতে তলিয়ে যায়।
বক্তারা বলেন, চরজালালপুর এলাকার অধিকাংশ মানুষ সাধারণ খেটে খাওয়া ও কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। কিন্তু মেঘনার প্রবল স্রোতের কারণে প্রতিবছর অনেক পরিবার মাথা গোঁজার ঠাঁই হারাচ্ছে। শতাধিক পরিবার স্বজনদের ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তাই চরজালালপুর রক্ষায় নদীর পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণ এখন সময়ের দাবি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন তিন আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট হানিফ মিয়া, ইঞ্জিনিয়ার মো. জাহিদুল ইসলাম ঢালী, মুফতি মো. মনির হোসেন, মুফতি নাজমুল হাসান মাহমুদী, মো. হক সাহেব মাদবরসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ