কুমিল্লার দেবিদ্বারে ফুল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সানজিদা আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের কলিমুদ্দিন সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত সানজিদা দেবিদ্বার ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং সিএনজি অটোরিকশা চালক সোহাগ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুর ১২টা থেকে নিখোঁজ ছিলেন সানজিদা। খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় পাশের এক বাড়ির ছাদে ফুল হাতে এবং অপর হাতে বৈদ্যুতিক তার ধরে বসে থাকতে দেখা যায় তাকে। বাবা সোহাগ মিয়া ছাদে উঠে নিজের গেঞ্জি খুলে মেয়েকে টেনে আনেন, তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
সোহাগ মিয়া জানান, আমি ছাদে উঠে দেখি, এক হাতে তার ধরে আছে, আরেক হাতে ফুল। সঙ্গে সঙ্গে টেনে আনি, কিন্তু তখন আর বাঁচানো যায়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ