কুমিল্লার বড়িচংয়ে ফুটবল ম্যাচ শেষে ফেরার পথে খেলোয়াড় ও সমর্থকবাহী একটি ট্রাক খাদে পড়ে পঞ্চম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল ইমন (১০) নিহত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার বাকশিমুল উত্তরপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ইমন হরিপুর উত্তরপাড়া এলাকার শফিউল আলমের ছেলে এবং হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাকশিমুল উচ্চ বিদ্যালয় মাঠে এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হরিপুর উত্তর একাদশ ও হরিপুর দক্ষিণ একাদশ মুখোমুখি হয়। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকরা ট্রাকে করে ফিরছিলেন। পথে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। ইমনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ