বরগুনার তালতলী উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপজেলা টিম লিডার সমাজসেবক ও সিডরম্যানখ্যাত জয়দেব দত্ত হত্যার আট বছর সাত মাস পর তার বড় ছেলে প্রসেনজিত দত্ত বাদী হয়ে গতকাল মামলা করেছেন। আমতলী সিনিয়র চিফ জুডিসিয়াল মেজিস্টেট আদালতে ১৪ জনকে আসামি করে এ হত্যা মামলা করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছে- জয়দেব দত্তের শ্যালক আ্যডভোকেট সনজীব দাস, তালতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজবুল জমাদার, মনিরুজ্জামান মিন্টু, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সাধারণ স¤পাদক তৌফিকুজ্জামান তনু, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন আলম মুন্সী, সাবেক ইউপি চেয়ারম্যান, দুলাল ফরাজী। আদালতের বিচারক ইফতি হাসান অভিযোগ আমলে নিয়ে পিবিআই পটুয়াখালীকে এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। ২০১৭ সালের ২ আগস্ট রাতে জয়দেব দত্ত মারা যান।
পরিকল্পিতভাবে হত্যা করে। পরে তৎকালীন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পুলিশ সুপার বিজয় বসাকের সহযোগিতায় ওই হত্যাকে আত্মহত্যা বলে ধামাচাপা দেয়।