লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাছ ধরার নৌকায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়ে চার জেলে দগ্ধ হয়েছেন। গতকাল সকালে উপজেলার রামগতি বয়ারচর ব্রিজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
দগ্ধরা হলেন- আমজাদ হোসেন (৪২), আবু মিয়া (৪০) গণি খাঁ (৪৫) ও ফারুক (৩৯)। তারা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী এলাকার বাসিন্দা।
দগ্ধ ও স্থানীয় সূত্রে জানা যায়, নৌকায় রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। নৌকায় পাঁচজন জেলে ছিলেন। এর একজন নদীতে ঝাঁপিয়ে পড়েন। চারজন দগ্ধ হন। নৌ-পুলিশের ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, দগ্ধ জেলেদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছে।