সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন ও দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। এ সময় তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ডিপিপি অনুমোদনের বিষয়ে ইতিবাচক সাড়া না পেলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী মহাসড়ক বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে শিক্ষার্থী মিজানুর রহমান মিলন, হৃদয় সরকার, জাকারিয়া, সমুদ্র, মেরাজ, হাসান প্রমুখ বক্তব্য দেন। এর আগে সকাল থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আধাবেলা প্রশাসনিক কর্মবিরতি দিয়ে ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের যৎসামান্য অঙ্কের ডিপিপি অনুমোদন না পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে আসছেন। এ অবস্থায় ২৬ জুলাই থেকে এ আন্দোলন চলছে।