কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে প্রায় ১০৫ কোটি টাকার অবৈধ বিদেশি কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড ও পুলিশ। গতকাল কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। কোস্টগার্ড জানায়, অভিযানে একটি বাড়ি থেকে ১ কোটি ৫০ লাখ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১০৫ কোটি টাকা।
পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।