ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। তারা হলেন- মো. জামাল উদ্দিন (৩৯), মো. সাইফুল ইসলাম (২৮), মো. আক্তার হোসেন (২৮) ও সোহাগ (২৪)। গতকাল ডিবি (দক্ষিণ) পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাড্যা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ, তিনটি ধারালো দা, দুটি ছুরি, তিনটি চায়না রশি, একটি টর্চলাইট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।