মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর বিল থেকে গতকাল দুপুরে বাবু (৩৫) নামের এক মাদক কারবারির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মেহেরপুরের হোটেল বাজার এলাকার মৃত শুকুর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু ভারতীয় মাদক সংগ্রহ করতে বর্ডার এলাকার দিকে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।