মৎস্যভান্ডার খ্যাত নাটোরের সিংড়া চলনবিলে অভিযান চালিয়ে ৬ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল চলনবিলের বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে দেড় শতাধিক চায়না জাল জব্দ করা হয়। পরে পেট্রোল বাংলা পয়েন্ট এলাকায় জালগুলো পুড়িয়ে দেওয়া হয়। ইউএনও মাজহারুল ইসলাম, মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।