মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর গ্রামে র্যাব-১২ অভিযান চালিয়ে একটি ভারতীয় ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় সুমন আহম্মেদ সৌমিক (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। মেহেরপুর সিপিসি-৩ র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার ওয়াহিদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে সৌমিকের বাড়ি থেকে তাকে আটক করা হয়। সুমনকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।