গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে জয়দেবপুর-ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। অজ্ঞাত ওই নারীর বয়স (৪৫)। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির উজ জামান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে জয়দেবপুর-ধীরাশ্রম এলাকায় রেললাইনে হাঁটছিলেন ওই নারী। এ সময় ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে তার শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।