বিভিন্ন জেলায় গতকাল বিদুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের খবর-
কুমিল্লা : দেবিদ্বারে ফুল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সানজিদা আক্তার (১৩) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের কলিমুদ্দিন সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। সানজিদা ওই গ্রামের সোহাগ মিয়ার মেয়ে।
কুষ্টিয়া : খোকসায় গরুর পানি খাওয়ার জন্য বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন স্বামীও। গতকাল সকালে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের মুকশিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের নাম সাজেদা (৫৫)। তিনি ওই গ্রামের আবদুল মান্নানের স্ত্রী।
গাজীপুর : সিটি করপোরেশনের দক্ষিণ সালনা মিয়াপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে নয়ন (২৮) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। তিনি শেরপুর জেলার শ্রীবর্দী গোসাইপুর এলাকার মোশারফ হোসেন মোসার ছেলে।
ফটিকছড়ি (চট্টগ্রাম) : ফটিকছড়িতে ধান খেতে বিদ্যুৎস্পৃষ্টে কামাল উদ্দীন (৩২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের এ দুর্ঘটনা ঘটে।