স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন চলছে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। এর ধারাবাহিকতায় গতকাল ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ হয়েছে ঢাকা-পাবনা মহাসড়কেই। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। স্থায়ী ক্যাম্পাস না থাকা এবং অডিটোরিয়ামে আসনসংখ্যা খুবই সীমিত হওয়ায় প্রতিবাদ স্বরূপ মহাসড়কে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। ব্যতিক্রমী এ আয়োজনের মাধ্যমে স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি আগামী একনেক সভায় অনুমোদনের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। নবীন শিক্ষার্থী বলেন, সত্যিই নতুন অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আনন্দের এই অভিজ্ঞতা বিষাদের। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস থাকলে আমাদের হয়তো মহাসড়কে ওরিয়েন্টেশন হতো না।
বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই স্থায়ী ক্যাম্পাসের আন্দোলনে নিজেকে যুক্ত করতে পেরে আমরা গর্বিত। আমরা আশা করি সরকার দ্রুত আমাদের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের উদ্যোগ নেবে।
প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম বলেন, আমাদের যে অডিটোরিয়াম আছে সেখানে ৬০ জন একসঙ্গে বসতে পারেন। নতুন শিক্ষার্থী সংখ্যা ২৫০ জন। ফলে রাস্তায় ওরিয়েন্টেশন করতে হলো। আমরা বিশ্ববিদ্যালয়ের সব অংশীজন ডিপিপি দ্রুত অনুমোদনের জন্য সরকারের সুনজর কামনা করছি।
প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অনুকূলে কোনো ডিপিপি অনুমোদন হয়নি। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি’র দাবি জানিয়ে আসছে। গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে তাদের দাবি বাস্তবায়নের আন্দোলন চলছে।