শরীয়তপুরের ভেদরগঞ্জে নিখোঁজের দুই দিন পর সেপটিক ট্যাংক থেকে তায়েবা (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল উপজেলার সখিপুর থানার ছৈয়াল কান্দি গ্রামে এই ঘটনা ঘটে। তায়েবার পরিবারের ধারণা তাকে হত্যা করে লাশ সেফটিক ট্যাংকের মধ্যে ফেলা হয়েছে। তায়েবা ছৈয়লকান্দি গ্রামের টিটু সরদারের মেয়ে। সে স্থানীয় দারুন নাজার মাদরাসার নার্সারির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে খেলার জন্য ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় তায়েবা। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে শিশুটির বাবা টিটু সরদার থানায় অভিযোগ করেন। অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য শেখর পাল জানান, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।