ভালুকায় এক পরিবারের সাতজনকে চেতনানাশক ওষুধ খাইয়ে মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধলিয়া গ্রামে শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ রহিমা ও বাবুল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালের খাবার খাওয়ার পর থেকে শরীরে অস্বাভাবিক ক্লান্তি ও ঘুমভাব দেখা দেয়। দুপুরের খাবারের পর সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। রাতের অচেতন অবস্থার সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে নগদ প্রায় ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
গৃহবধূ ইতি আক্তার বলেন, মাঝরাতে ঘুম ভাঙলে দেখি ঘরের আসবাবপত্র ছড়ানো-ছিটানো, আলমারি খোলা। তখনই বুঝতে পারি বাড়িতে লুটপাট হয়েছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিন সরকার জানান, তিনি খবর পান রনুর পরিবারের সবাই অসুস্থ। রাত ৩টার দিকে ডাকাতির খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে গিয়ে দেখন ঘরের তছনছ অবস্থা।