কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্তঘেঁষা ইউনিয়ন সন্তোষপুরে মাদক ও ক্যাসিনো কারবারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে নাগেশ্বরী-কুড়িগ্রাম সড়কের সন্তোষপুর বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। বক্তব্য রাখেন নিজাম উদ্দিন, শাহানুর রহমান, এরশাদুলসহ অন্যরা। বক্তারা অবিলম্বে মাদক ও ক্যাসিনো ব্যবসায়ী সেখানকার জনৈক মাইনুল ও জাহিদুলসহ অন্যদের গ্রেপ্তারের দাবি জানান।