মাদারীপুরে সদর উপজেলার খোয়াজপুর এলাকায় অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠের বাজার বাবুল শীরফ মার্কেটে এই ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি দল। আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১টার দিকে মঠের বাজার বাবুল শীরফ মার্কেটের মুন্সি ডেকোরেটর একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটস্থলে এসে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টারও বেশি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন ফিল্ড কর্মকর্তা শেখ আহাদুজ্জামান বলেন, ‘মার্কেটের মধ্যে গ্যাসের সিলিন্ডার থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে যায়। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি।’