গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। এ ছাড়া পঞ্চগড়, কক্সবাজার, ঝিনাইদহ ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক শিশুসহ আরও পাঁচজন। শুক্রবার রাত থেকে শনিবার বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা। প্রতিনিধিদের খবর-
গোপালগঞ্জ : শুক্রবার রাতে সদর উপজেলার ডুমদিয়া এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা হলেন সদর উপজেলার খাগাইল গ্রামের রুহুল আমিন খান (৬৫) ও দুলাল আমিন খান (৫৭)।
পঞ্চগড় : পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কে মাইক্রোবাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার আহাম্মদ আলী (৫৫) ও আবদুস সালমের ছেলে ইয়াসিন আলী (৭)।
কক্সবাজার : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় গতকাল মাইক্রোবাসের ধাক্কায় নুরুল আজিম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঝিনাইদহ : কালীগঞ্জে গতকাল পাপড় কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইমা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বাগেরহাট : মোল্লাহাটে গতকাল প্রাইভেট কার চাপায় আবদুল জব্বার (৭৭) নামে এক পথচারী নিহত হয়েছেন।