কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। গতকাল কুমিল্লা সদর উপজেলা নির্বাহী অফিসার ও হাসপাতালের পরিচালকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় সড়কের অবৈধ স্থাপনাসহ অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড উচ্ছেদ করে ফুটপাত উন্মুক্ত করা হয়। ঘটনাস্থলে উপস্থিত থাকা কয়েকজন ব্যক্তি জানান, হাসপাতালে প্রতিদিন কয়েক হাজার রোগী যাতায়াত করেন।