দিনাজপুর সদরের তিনটি ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিশুশ্রম নিরসনে আদর্শ ইউনিয়ন ঘোষণা করা হয়েছে আরও তিনটি ইউনিয়ন। জেলা শিশু একাডেমি মিলনায়তনে গতকাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধান অতিথি জেলা প্রশাসক রফিকুল ইসলাম। শিশুশ্রম নিরসনে আদর্শ ইউনিয়নগুলো হলো- আউলিয়াপুর, শেখপুরা ও আস্করপুর। ফাজিলপুর, সুন্দরবন ও উথরাইল ইউনিয়নকে ঘোষণা করা হয়েছে বাল্যবিয়ে মুক্ত হিসেবে। প্রধান অতিথি বলেন, বাল্যবিয়ে ও শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি। সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এলাকাবাসীর মধ্যে বাল্যবিয়ের কুফল এবং শিশুশ্রম বন্ধে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- অরবিন্দ সিলভেস্টার গমেজ, আনোয়ার হোসেন, আবু বক্কর সিদ্দিক, আলমগীর হায়দার প্রমুখ।
অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা-২০৩০ অনুযায়ী শিশুর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন ও বাল্যবিয়ের বিরুদ্ধে যৌথভাবে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো কাজ করবে। ছয়টি নয়, আমরা ১০টি ইউনিয়ন বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত করার স্বপ্ন দেখছি।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        