ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন- আহমদ আলী ও আমজাদ হোসেন। এ সময় বালি উত্তোলন কাজে ব্যবহৃত চারটি ড্রেজার ও পাঁচটি বাল্কহেড জব্দ করা হয়েছে। গতকাল মেঘনা নদীর চর সোনারামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট রাফে মোহাম্মদ ছড়া।