দেশের বিভিন্ন এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়া কুষ্টিয়ায় প্রাইভেট কার ও কাভার্ডভ্যানের সংঘর্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন গুরুতর আহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : ঢাকা-সিলেট মহাসড়কের আউখাব এলাকায় গতকাল সকালে ট্রাকের ধাক্কায় খাদে পড়ে কবির উদ্দিন (৫৫) নামে এক পোশাক কারখানার শ্রমিক নিহত হয়েছেন। তিনি রূপগঞ্জে রবিন টেক্সটাইলে কর্মরত ছিলেন। এর আগে ভোরে একই এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শেখ ফরিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ফরিদ নেত্রকোনার সুরুজ মিয়ার ছেলে। বগুড়া : বগুড়ায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক নারী (২৫) নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ : সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বেলাল হোসেন (৫০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়িয়া বাজার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল সদর উপজেলার ঘোড়াচরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। কুষ্টিয়া : ভেড়ামারা উপজেলায় প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন (৫৮) গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার ১০ মাইল এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ফরিদা ইয়াসমিনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানা পুলিশ কাভার্ড ভ্যান ও চালককে হেফাজতে নিয়েছে।