চাঁপাইনবাবগঞ্জে মাদকসেবীদের উৎপাতে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী মানববন্ধন করেছেন। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌর এলাকার চাঁন্দলাই ও জোড়বাগান মহল্লাবাসী এ কর্মসূচি পালন করেন। এ সময় অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ পরিষদ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাবেক সেনা কর্মকর্তা আলহাজ সায়েদুজ্জামান, সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী, সাবেক ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান প্রমুখ। বক্তারা বলেন, শহরের চাঁন্দলাই ও জোড়বাগান এলাকা মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। মাদকের ছোবলে যুবসমাজ ধ্বংস হচ্ছে।