সিদ্ধিরগঞ্জে মানসিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সাজ্জাদকে (২৪) পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সাজ্জাদের মা সাজেদা আক্তার সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। ১১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে ৯-১০ জনকে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম। অতিরিক্ত পুলিশ সুপার হাছিনুজ্জামান বলেন, সাজ্জাদকে কীভাবে হত্যা করা হয়েছে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে আটক করে পুলিশ।