দিনাজপুরের বীরগঞ্জের চারটি ইউনিয়নকে বাল্যবিয়ে এবং একটি ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শহরের শালবন কমিউনিটি সেন্টার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জের (এপি) সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর। উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ, ওসি আবদুল গফুর।