খোলা মাঠ নেই, নেই কোনো শিশু পার্ক। তবুও শিশুদের চোখে মেলেছে এখন স্বপ্নের রঙিন ডানা। কারণ দিনাজপুরের বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের চকবিষ্ণুপুর গ্রামে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী শিশুবান্ধব কেন্দ্র ‘রঙ্গিন প্রজাপতি’। শিশুদের জন্য এটি যেন এক নতুন আশার আলো।
বেসরকারি সংস্থা বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহায়তায় চালু হওয়া এ কেন্দ্রটি শুধু শিশুদের খেলাধুলার জায়গা নয়, বরং এটি তাদের মানসিক বিকাশের এক নিরাপদ স্থান। এখানকার প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের তত্ত্বাবধানে শিশুরা পাচ্ছে নানাবিধ শিক্ষা। শৃঙ্খলা, স্বাস্থ্য সচেতনতা, নিরাপদ চলাচল, শিশুশ্রম, পাচার, নির্যাতন ও বাল্যবিয়ে সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা শিশুরা এখান থেকেই পাচ্ছে। বিরল এপি, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার তিথী সিং জানান, শিশুদের পাশাপাশি বড়রাও এখানে সুন্দর সময় পার করেন। বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ম্যানেজার নীতা ফ্লোরা দাস বলেন, ‘রঙ্গিন প্রজাপতি’ কেন্দ্র শিশুর মনন বিকাশে উপযুক্ত একটি স্থান। এখানে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের মাধ্যমে শিশুরা মননশীল সামাজিক সহায়তাও পেয়ে থাকে।