সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রী সুমাইয়া খাতুনকে হত্যার দায়ে স্বামী ইসমাইল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন গতকাল এ রায় দেন। ২০২০ সালের ১৯ জুন সুমাইয়াকে শ্বাসরোধে হত্যা করে লাশ হাসপাতালে রেখে পালিয়ে যান ইসমাইল ও তার পরিবারের সদস্যরা।