কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। গতকাল সন্ধ্যায় এ সংঘর্ষ চলে। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শহরের আলিম সরকারের বাড়ির কয়েকজনকে আড়াই বেপারির বাড়ির ভুবন মিয়ার লোকজন মারধর করে। এর জেরে গতকাল সন্ধ্যা ৬টার দিকে দুই পক্ষে সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষ থামাতে ব্যর্থ হয় পুলিশ। পরে সেনাবাহিনী গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তালেব জানান, পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।