অনুপ্রবেশের মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বন্দি ছয় ভারতীয় আদালতে দায় স্বীকারের আবেদন করেছেন। কারাবন্দিদের নিযুক্ত আইনজীবী একরামুল হক পিন্টু গতকাল জানান, রবিবার চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে এ আবেদন করা হয়। পিন্টু জানান, এ মামলায় পুলিশ চার্জশিট দিয়েছে। আমলি থেকে মামলাটি বিচারিক আদালতে বদলি হয়েছে। আসামিরা অনুপ্রবেশের অপরাধ স্বীকার করে পুশব্যাকের মাধ্যমে নিজ দেশে ফিরতে চান। সেভাবেই আদালতে আবেদন করা হয়েছে। আসামিদের একজন অন্তঃসত্ত্বা। মানবিক দিক বিবেচনায় যত দ্রুত সম্ভব তাদের রিলিজ দেওয়ার ব্যাপারে আদালতের সহানুভূতি চাওয়া হয়েছে। আদালত আবেদন নথিভুক্ত করে ২৩ অক্টোবর শুনানির জন্য দিন ধার্য করেছেন।