নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বজনদের ঝগড়া থামাতে গিয়ে বিকাশ (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ফতুল্লার রামারবাগ এলাকায় ঘটনাটি ঘটে। নিহত বিকাশ সুনামগঞ্জের শাল্লা থানার বড়গাঁও গ্রামের বারীন্দ্র দাসের ছেলে। তিনি পরিবারের সঙ্গে রামারবাগ এলাকায় থাকতেন। স্থানীয়রা জানান, নিহত বিকাশের মামাতো বোন ও তার স্বামী ঝগড়া লাগে। একপর্যায়ে তাদের ঝগড়া হাতাহাতিতে রূপ নেয়। তখন তাদের থামাতে ছুটে যান বিকাশ। ধস্তাধস্তির একপর্যায়ে বিকাশ জানালার সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। অচেতন অবস্থায় শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।