সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে যাওয়ার সময় গতকাল সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। একই দিন যশোর, চট্টগ্রাম ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ আরও চারজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
সুনামগঞ্জ : সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন বাসের আরও ১০ যাত্রী। গতকাল ভোরে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারসংলগ্ন ইনাতনগরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুরের দোয়ালিয়া গ্রামের আবদুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। বাসটির যাত্রীরা টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
যশোর : চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুরে গতকাল ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ইমন (১৫) ও আশরাফুল (১৫) মারা গেছে।
চট্টগ্রাম : বাঁশখালীর পুঁইছড়িতে গতকাল কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ফাহিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বাগেরহাট : সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কে বাসচাপায় শামীম তালুকদার (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সাভার (ঢাকা) : বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে দুজন আহত হয়েছেন।