কুষ্টিয়া সদর উপজেলায় রতন (৪২) নামে লালন একাডেমির এক নিয়মিত সংগীত শিল্পীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার মিললাইন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রতন কুমারখালী উপজেলার পাইকপাড়া গ্রামের আফসার আলীর ছেলে।
‘শিল্পী সমাজ’ নামে কুষ্টিয়ার একটি সাংস্কৃতিক সংগঠনের সহসভাপতি তিনি। লালন শিল্পীর ওপর হামলার ঘটনায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে কুমারখালী ও মডেল থানা যৌথভাবে কাজ করছে।
হাসপাতালের আরএমও হোসেন ইমাম বলেন, রতনের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।