পাবনায় দুস্থ ও এতিমদের জন্য বরাদ্দ দুম্বার মাংস লুটপাটের অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ইশরাত জাহান পিয়ার মুঠোফোনে কয়েকবার কল দিলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, তিনি ঢাকায় আছেন। এ বিষয়ে কিছু জানেন না। জেলা প্রশাসক মফিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ চেষ্টা করে তাকেও পাওয়া যায়নি। জানা যায়, প্রাতি বছরের মতো এবারও পাবনায় হতদরিদ্র ও এতিমদের জন্য বরাদ্দ করা দুম্বার মাংসের একটি চালান পৌঁছে জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখায়। মোট ১৬টি কার্টনে প্রায় ৩২০ কেজি মাংস আসে শুক্রবার রাতে। এতিমদের জন্য বরাদ্দ এ মাংস নিজেদের মধ্যে ভাগবাঁটোয়ারা করছিলেন পাবনা জেলা প্রশাসনের কিছু অসাধু কর্মচারী। সাংবাদিক সেখানে গেলে তারা হাতেনাতে ধরা পড়েন এবং মাংস ফেলে দিগি¦দিক ছুটোছুটি শুরু করেন।